Header Ads

বিশ্বজুড়ে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে প্রতিবাদে সামিল মতুয়া সম্প্রদায় :


 

মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে  প্রতিবাদে সামিল মতুয়া সম্প্রদায় :

মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে টানা প্রতিবাদে সামিল মতুয়া সম্প্রদায়। অল ইন্ডিয়া মতুয়া সংঘের বামনগাছি শাখার উদ্যোগে উত্তর ২৪পরগনার বামনগাছি চৌমাথা মোড়ে। বিক্ষোভ মিছিলের পাশাপাশি ডঙ্কা,কাঁসর,নিশান নিয়ে মিছিল করে বিভিন্ন জায়গায় তাছাড়া বামনগাছিতে যশোর রোডে রাস্তার উপর শুয়ে পড়ে প্রতিবাদ মতুয়া দলপতিদের। মতুয়াদের দাবি মুখ্য়মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে, ১৫ ফেব্রুয়ারি নবান্ন অভিযান হবে। শ্রী শ্রী হরি চাঁদ ও শ্রী শ্রী গুরু চাঁদ ঠাকুরের নামের ভুল উচ্চারণের (রঘু চাদ ও গরুচাদ) প্রতিবাদে, হুঁশিয়ারি দিল আন্তর্জাতিক মতুয়া পরিষদ। মতুয়াদের অপমানের অভিযোগ। জেলায় জেলায় বিক্ষোভ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পথে মতুয়া সমাজ।মুখ্যমন্ত্রী ক্ষমা না চাইলে আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি মতুয়াদের।  মুখ্যমন্ত্রী পরে বলেন “তাড়াহুড়ো করে বলতে গিয়ে একটা ওয়ার্ড না বলে অন্য একটা নাম বলেছি , তাই নিয়ে বাবুদের কত নাচানাচি কত হাসাহাসি “ এখানেও মতুয়াদের অপমান করে চলেছে , যার জন্য মতুয়ারা বৃহত্তর আন্দোলনে নামার জন্য ঘোষণা করে।




আমেরিকার নিউ ইয়র্ককে প্রতিবাদ ও বিক্ষোভ সভা

আমেরিকার নিউ ইয়র্ককে প্রতিবাদ ও বিক্ষোভ সভা আজ শুরু হয়।

মমতা ব্যানার্জীর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সভা ।

স্থান : আমেরিকার হরিমন্দিরের সামনে রাস্তায় খোলা আকাশের নীচে।

জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।

Kanan Biswas, New York.








প্রচণ্ড শীত উপেক্ষা করেই আমেরিকার মতুয়া মিশন সংগঠনটির পক্ষ থেকে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সভা:

বিশ্বের সকল সুধী হরিচাঁদ গুরুচাঁদ ভক্ত ভাই বোন শুভা কাংখী, গুরুস্থানীয় ব্যাক্তিবর্গ সহ সবার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। ওখানে আমেরিকার হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মতুয়া মিশন সংগঠনটির পক্ষ থেকে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে আমাদের বক্তব্যে পরবর্তী পরিকল্পনাগুলোর সারাংশ তুলে ধরা হয়েছে।ভারতের পশ্চিম বঙ্গের মুখমন্ত্রী মমতা ব্যানার্জী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে ইচ্ছাকৃত ব্যাঙ্গাত্মকভাবে উচ্চারণ করায় আমেরিকার হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন সংগঠনটির অনুসারীরা প্রচণ্ড নিউইয়র্কের হরি মন্দিরের সামনে রাস্তায় প্রথম বারের মত এক প্রতিবাদ ও বিক্ষোভ সভার আয়োজন করে।

জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।

বিনীত

Kanan Biswas, New York

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ