ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় কুচকাওয়াজে হাইহিল পরে অংশ নেবেন সেদেশের নারী সেনারা। এ জন্য কুচকাওয়াজের অনুশীলন চলছে। ইউক্রেন সরকারের পক্ষ থেকে এই মহড়ার একটি ছবি প্রকাশ করা হয়েছে। কুচকাওয়াজে নারীরা হাইহিল পরায় সমালোচনা শুরু হয়েছে। আগামী ২৪শে আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস। ইউক্রেনের মানুষ নানা ভাবে দিনটি উদ্যাপন করতে চলেছে। এবারও এর ব্যতিক্রম হবে না। সেনাবাহিনীর কুচকাওয়াজের আয়োজন করা হবে। সেখানে হাইহিল পরে অংশ নেবেন সে দেশটির সেনাবাহিনীতে কর্মরতা নারী সেনারা ।
0 মন্তব্যসমূহ
Do not share any Link