Header Ads

মোগলদের সবকিছুই যদি এত খারাপ, তাহলে তাজমহল, লাল কেল্লা বা কুতুব মিনার কেন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে না।


 

পদ্মভূষণ সম্মানে ভূষিত ভারতের বিশিষ্ট অভিনেতা নাসিরউদ্দিন শাহর প্রশ্ন :

পদ্মভূষণ সম্মানে ভূষিত ভারতের বিশিষ্ট অভিনেতা নাসিরউদ্দিন শাহর প্রশ্ন, মোগলদের সবকিছুই যদি এত খারাপ, তাহলে তাজমহল, লাল কেল্লা বা কুতুব মিনার সাজিয়ে রাখা হয়েছে কেন ?  কেন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে না।









ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্যের পাশাপাশি প্রবীণ অভিনেতা কটাক্ষ করে বলেছেন, লাল কেল্লাকে এত পবিত্র কেন মনে করা হয় ? কেন ওই স্থাপত্যের এত গুরুত্ব ? এই স্থাপত্য একজন মোগলের তৈরি। যা এ দেশের ইতিহাসে মোগলদের গৌরবান্বিত করা হয়েছে। কিন্তু তাদের মাথায় তুলে নাচার যেমন প্রয়োজন নেই, তেমনি তাদের খলনায়ক বানানোরও দরকার নেই।






বেসরকারি এক টেলিভিশন এর জন্য তৈরি ‘তাজ’ নামের একটি ওয়েব সিরিজে নাসিরউদ্দিন শাহ মোগল সম্রাট আকবরের চরিত্রে অভিনয় করছেন, তা নিয়ে কথা বলার সময় তিনি নতুন করে ভারতের ইতিহাস রচনার উদ্যোগ প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন। মোগলদের নামে রাখা দেশের বিভিন্ন শহর, নগর ও রাস্তার নাম পরিবর্তনের বিষয়টি তাঁর কাছে বিনোদনের খোরাক। দেশের ইতিহাসে মোগল ও ব্রিটিশদের গৌরবান্বিত করা হয়েছে ,  এর কারণ এই ইতিহাস প্রধানত ইংরেজদের লেখা। স্কুলের ইতিহাস বলতে আমরা প্রধানত মোগল ও ব্রিটিশদের কাহিনিই পড়ে এসেছি। তিনি বলেন, আমরা লর্ড হার্ডিঞ্জ, লর্ড কর্নওয়ালিসদের ও মোগল সম্রাটদের কথা পড়েছি। কিন্তু সেইভাবে গুপ্ত, মৌর্য সাম্রাজ্যের কাহিনি পড়িনি। অজন্তা গুহাচিত্র বা উত্তর–পূর্বাঞ্চলকেও ভালোভাবে জানা যায়নি। দেশের সঠিক ইতিহাস মনুবাদীরা আমাদের জানতে দেয়নি। কিন্তু তাই বলে এটা মনে করারও কোনো কারণ নেই যে মোগলরা এ দেশে এসেছিল স্রেফ লুট করতে। মোগলরা লুটেরা নয়। তারা এ দেশকে নিজেদের বলে ভেবেছিল। এ দেশে তাদের অবদানও তাই প্রচুর। তিনি আরো বলেন, ‘এটা ভেবে আমার খুব অবাক লাগে, হাস্যকরও লাগে, যখন দেখি লোকে আকবর ও জঘন্য খুনি নাদির শাহর তফাত বোঝে না!







তিনি আরোও বলেন, স্মরণাতীতকাল ধরে ইতিহাস বইয়ে মোগলদের মহিমান্বিত করা হয়েছে। সেই ইতিহাস নতুন করে রচনা অবশ্যই দরকার। কিন্তু তার অর্থ এই নয় যে ইতিহাস থেকে মোগলদের নাম সম্পূর্ণভাবে ধুয়েমুছে সাফ করে দিতে হবে। তিনি আরো বলেন, আজ জনতা কোনো কিছু শুনতে চায় না, প্রশ্ন করতে চায় না, তারা শুধু অন্ধভাবে অনুসরণ করতে চায়। অতীতের দুর্দশা, বিদ্বেষকে দোষারোপ করতে চায়। ভালোর সঙ্গে মন্দের তফাত বোঝে না বা বোঝার চেষ্টা করে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ