বিহার বৌদ্ধগয়ায় দালাইলামা ঃ
বিহারের বৌদ্ধগয়ায় তিন দিনব্যাপী বার্ষিক মানবতার শিক্ষা কর্মশালা পরিচালনা করেছেন দালাইলামা। এতে অংশ করেছেন রাশিয়া, জার্মান, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশের মানুষ। এই অংশগ্রহণকারীদের একটাই কথা, বৌদ্ধ ধর্মের অন্যতম শিক্ষা হলো সহানুভূতির শিক্ষা ।
এক মালয়েশিয়ান নারীকে বৌদ্ধধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করার পর তিনি বলেন, আমার কাছে বৌদ্ধধর্ম বলতে সত্যকে আঁকড়ে ধরা বুঝায়। অন্য একজন জানিয়েছেন, 'বৌদ্ধধর্ম আমাদের ভাবতে শেখায় কোনটি ঠিক এবং কোনটি ঠিক নয়। '
ধর্ম শুধু বিশ্বাস নয় বরং শাস্তি পাওয়ার ভয়, সর্বশক্তিমানের চোখে খারাপ হিসেবে উপস্থাপিত হওয়ার ভয়। মানুষের লোভ-লালসাকে নিয়ন্ত্রণের মাধ্যম হলো ধর্ম। মানুষের চরিত্র ঠিক রাখতে পারে ধর্ম। সমাজে শৃঙ্খলা বজায় রাখে ধর্ম। তিন দিনব্যাপী কর্মশালায় বার্তা দেন দালাইলামা।
এই শিক্ষা কর্মশালায় অংশ নিয়েছেন বিহারের অসংখ্য পর্যটকও। তাওয়াং, দিরাং এবং বোমডিলা এবং অরুণাচল থেকেও অনেকে অংশ নিয়েছেন। তাওয়াংদের মধ্যে একজন জানিয়েছেন 'সহানুভূতিই সব, এটিই ধর্ম।'
মানুষ হয়ে ওঠার চেয়েও গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য একটি উপাদান হলো সহানুভূতি। আমরা মানুষ, আমরা ভালোবাসা পেতে চাই, সহানুভূতি পেতে চাই।' এসব শিক্ষাই গুরুত্ব পেয়েছে তিন দিনের ওই কর্মশালায়।
যে কারনে বৌদ্ধ ধর্ম সকল মানব্জাতিকে সহানুভূতি করে তোলে ।১। প্রাণী হত্যা না করার শিক্ষা দেয়।২। চুরি না করার শিক্ষা দেয়।৩। মিথ্যা না বলার শিক্ষা দেয়।৪। অবৈধ যৌনাচার না করার শিক্ষা দেয়।৫। নেশা না করার শিক্ষা দেয়।৬। বিষ, নেশা, প্রাণী, অস্ত্র বানিজ্য না করার শিক্ষা দেয়।৭। কারো দয়ার উপর নির্ভর করতে হয় না।৮। বৌদ্ধরা সুখি হউক" না বলে সকল প্রাণীর সুখ কামনা করা হয়।৯। যুদ্ধের মাধ্যমে রাজ্য জয়ের বদলে আত্বজয়ের শিক্ষা দেওয়া হয়।১০। এই পর্যন্ত ধর্ম প্রচারের নামে কোন রক্তপাত হয় নি।১১। ধর্ম পালনে জোর করা হয় না, ধর্ম ত্যাগে কোন শাস্তির বিধান নাই।১২। জ্ঞান লাভের মাধ্যমে সকল মানুষ বুদ্ধ হতে পারে।১৩। শত্রুতার বদলে মিত্রতার মাধ্যমে শত্রুতা পশমনের শিক্ষা দেওয়া হয়।১৪। নারী পুরুষ সবাই এক সাথে উপাসনালয়ে যেতে পারে।১৫। সকল জ্ঞানীকে সম্মান করার শিক্ষা দেয়।১৬। কোন গ্রন্থকে স্বতপ্রমাণ হিসেবে বিশ্বাস না করার শিক্ষা দেয়।১৬। সকল গ্রন্থকে যাচায় করার শিক্ষা দেয়।১৭। কটুক্তিতে চঞ্চল না হওয়ার শিক্ষা দেয়।১৮। অলৌকিক কোন শক্তির উপাসনা না করে জ্ঞানীর মানুষের পূজা (সম্মান) করার শিক্ষা দেয়।১৯। ভোগের বদলে ত্যাগের শিক্ষা দেয়।২০। কাজ অনুযায়ী ফল ভোগ করার শিক্ষা দেয়।২১। মুক্ত চিন্তার শিক্ষা দেয়।
0 মন্তব্যসমূহ
Do not share any Link