শ্রীলঙ্কায় গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ :
সরকারি বাসভবন থেকে পালিয়ে যায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া । তিনি কোথায় আছেন তা জানা না গেলেও তার ই মধ্যে অজ্ঞাত স্থান থেকে তিনি গ্যাস ব্যবহার কমানোর জন্য শ্রীলঙ্কার জনসাধারণকে
অনুরোধ করেন ।
গোতাবায়া এখন কোথায় আছেন, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তবে সরকারের শীর্ষ একটি সূত্রের খবর গতকাল রবিবার গোতাবায়াকে সেনাসদর দপ্তরে আনা হয়েছে। অথবা শ্রীলঙ্কার সামরিক বাহিনী এটুকু জানিয়েছে, গোতাবায়া এখন নৌবাহিনীর জাহাজে আছেন। তিনি শ্রীলঙ্কার একটি জাহাজে সুটকেস নিয়ে উঠতে যাচ্ছেন তার একটি ভিডিও প্রকাশ পেয়েছে ।
শ্রীলঙ্কার অর্থনীতি এখণ জলে ভাসছে অন্যদিকে গোতাবায়া এখন জলে ভেসে বেড়াচ্ছে । সেই সঙ্গে ভয়ংকর অনিশ্চয়তায় ভাসছে শ্রীলঙ্কার অর্থনৈতিক ভবিষ্যত।
শ্রীলংকায় বিক্ষোভ
জোরালো হলে গত শনিবার পদত্যাগের ঘোষণা করে দেন গোতাবায়া
রাজাপকসা । তাই জনতাকে এবার শান্ত হয়ে যাওয়ার বার্তা দিলেন শ্রীলঙ্কার সেনাপ্রধান
জেনারেল শাভেন্দ্র সিলভা। একটি সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি দেশবাসীর উদ্দেশে
জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান
বের করার সুযোগ এসে গিয়েছে। তাই দেশে আইনের শাসন ও শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র
বাহিনী ও পুলিসের সঙ্গে সহযোগিতা করুন। শ্রীলঙ্কার নতুন সর্বদলীয় সরকার গড়া যায়, তা নিয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে
জানান শ্রীলঙ্কা কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট উইরাসুমানা উইরাসিংহে। আর
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বলেছেন, সব দলের অংশগ্রহণে সরকার গঠনে তিনি পদত্যাগ করবেন। তারপর ও বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসবভনঅর সামনে অবস্থান করে রয়েছেন । সেখানে সুইমিংপুলে স্নান করেছেন, প্রেসিডেন্টের সোফায় বসে আরাম করেছেন, রান্নাঘরে খাবার রান্না করে খাচ্ছেন। বিক্ষোভকারীরা বলেছেন যে এই দুই নেতা আনুষ্ঠানিকভাবে সরে না দাঁড়ানো
পর্যন্ত তারা দুই বাসভবন
ছাড়বেন না ।
এদিকে বিক্ষোভকারীরা দাবি
করেছেন যে গোতাবায়া
রাজাপকসার সরকারি বাসভবনে ঢোকার পর সেখান
থেকে লাখ লাখ টাকা খুঁজে পাওয়া যায় । অন্যদিকে গতকাল অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে
পড়া একটি ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের গোতাবায়ার বাসভবন থেকে খুঁজে পাওয়া সেই টাকা গুনতে দেখা যায়।
0 মন্তব্যসমূহ
Do not share any Link