Header Ads

রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে BSP এর সমর্থন


  রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে  BSP এর সমর্থন : 
বহুজন সমাজ পার্টির সুপ্রীমো মায়াবতি জি রাষ্ট্রপতি নির্বাচনে প্রথমেই দ্রৌপদী মুর্মু কে সমর্থন জানিয়েছেন । মায়াবতি জির আদেশের পর বহুজন সমাজ পার্টির বিধায়ক উমাশংকর সিং দ্রৌপদী মুর্মুকে সমর্থন দিয়েছে । দ্রৌপদী মুর্মু  লকনৌ পৌছনের পর তাকে সাদর অভ্যর্থনা জানান বহুজন সমাজ পার্টির বিধায়ক উমাশংকর সিং ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ