Header Ads

ব্রাজিল আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দিল


 

ব্রাজিল আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দিল ঃ

ব্রাজিলের মেয়েরা কোপা আমেরিকা কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল । ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৪-০  গোলের ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এই জয়ের পর তারা সেমিফাইনালের পথে এগিয়ে গেল।

 

ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন আদ্রিয়ানা।আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেছিলেন ব্রাজিলের এই উইঙ্গার। বাকি গোলটি করেন দেবিনহা। ম্যাচের ৩২ মিনিটে আদ্রিয়ানার গোলে এগিয়ে যায় ব্রাজিল। বিরতিতে  আগেই  তারা ব্যবধান বাড়ায় । 

বিরতির পরেই ব্যবধান ৩-০ করেন আদ্রিয়ানা। পিছিয়ে পড়া উরুগুয়ে ম্যাচে ফেরার রসদ পায়নি , উল্টো তারা ৭৮ মিনিটে ১০ জনএ খেলতে হয় । স্ট্রাইকার সিমেনা ভেলাজকো দ্বিতীয় বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। নারী কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের এই  দুই ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট দাঁড়ায় ৬।   ৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলা এবং আর্জেন্টিনা। উরুগুয়ে ২ ম্যাচের দুটিতেই হেরেছে। আগামী ১৮ জুলাই (সোমবার) রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ।  

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ