রাজস্থানের জালোর জেলার সুরানায় প্রাইভেট স্কুলে ৯ বছরের দলিত ছাত্রের খুব জল পানের তৃস্না পাওয়ায় মাটির কলসি থেকে জল পান করায় উচ্চ বর্নের জাতিবাদী শিক্ষক বাচ্চা দলিত ছাত্রটিকে নির্মমভাবে পিটিয়ে অত্যাচার করে তার চোখ নষ্ট করে দিয়ে ছাত্রটিকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। তারপর মেধাবি দলিত ছাত্রটি হাসপাতালেই মারা যায়।
রাজস্থানে প্রতিদিন
এই ধরনের নিশংস অত্যাচার করে চলেছে দলিতদের উপর , এই ঘটনা প্রমান করে যে রাজস্থান কংগ্রেস
সরকার পুরোপুরি ব্যর্থ দলিত,আদিবাসী ও পিছিয়ে পড়া সমাজের মান সম্মান , ইজ্জত ও অত্যাচারের
হাত থেকে বাঁচাতে ।
বহুজন সমাজ পার্টির সুপ্রীমো
বহিন মায়াবতী জী আজ এক টুইট করে লিখেছেন যে
রাজস্থানে প্রতি দিন এইরকম জাতিবাদী নৃশংস ঘটনা ঘটে চলেছে।এতে স্পষ্ট হয় যে
কংগ্রেস সরকার রাজস্থানে বিশেষত দলিত,আদিবাসী ও উপেক্ষিত মানুষদের ইজ্জত-
আবরণ রক্ষা করতে ব্যর্থ। রাজস্থানের এই কংগ্রেস সরকারকে বরখাস্ত করে ওখানে
রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত ।
0 মন্তব্যসমূহ
Do not share any Link