আমাদের কিছু কথা
সি নিউজ বাংলা যাত্রা শুরু
করেছিল ১৪ মার্চ, ২০২১। সি নিউজ বাংলা আত্মপ্রকাশ ঘটেছিল বাবা সাহেব ডঃ ভীম রাও আম্বেদকরের জন্ম দিনে।প্রথম সংখ্যাটি প্রকাশ করা হয়েছিল আবেগের বশে ডঃ ভীম রাও আম্বেদকরের চিন্তাধারাকে দিকে দিকে ছড়িয়ে
দেওয়ার উদ্দেশ্য নিয়ে । পরবর্তী কালে সে
দাঁড়িয়েছে এই বাংলার ও দেশের বহুজন মানুষদের সার্বিক উন্নয়নের পক্ষে। পক্ষপাতহীন মতামত,
গঠনমূলক সমালোচনা,
অদম্য সাহস ও আপসহীন
মনোভাব নিয়ে এলো , যা সি নিউজ বাংলা ওয়েব সাইটকে বাংলী আপন করে তুলেছে।
কোনও সংবাদ শক্তি
আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই আমরা সি নিউজ বাংলা পেয়েছি তার প্রেরণা। তাঁরাই তো আমাদের চালিকাশক্তি।
আর এই পাঠককুল এর অসংখ্য বিজ্ঞাপনদাতার কাছে এক সত্যিকারের
স্বর্ণখনি। যে-বিজ্ঞাপনদাতা বাজারে একটুখানি ভাগ পাওয়ার জন্য পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা করে তারা জানেন, পশ্চিমবঙ্গে সামগ্রী ও পরিষেবা বিপণন করতে গেলে
সি
নিউজ বাংলা ওয়েব সাইট অপরিহার্য। কারণ,
এই সি নিউজ বাংলা ওয়েব সাইট সারা পৃথিবী জুড়ে এক বৃহৎ বাজার তৈরি করে । বাংলা ভাষায় https:// c
news14 cnannel.blogspot.com ওয়েব সাইট টী বাংলা আপন করে নিয়েছে ।
0 মন্তব্যসমূহ