Header Ads

প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্য়ের করোনা সংক্রমণ


 

প্রতিদিন  লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্য়ের করোনা সংক্রমণ : 

প্রতিদিন  লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্য়ের করোনা সংক্রমণ। তবু মানুষের হুঁশ ফিরছে না। কোভিডবিধি মানতে চাইছে না। ফলও মিলছে হাতেনাতে। গত ০৫/০৭/২২ তারিখে রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৯৭৩ । এদিনও করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে।




বুধবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনাআক্রান্ত হয়েছে হাজার ৯৭৩ জন New Positive Cases ; 1,973 . Total Positive Cases : 20,37,590  . Recovery/Discharge for the day : 592 , Recovery Rate of the State : 98.34 % ,  কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৮২৫ জন। যা গতকালের চেয়ে বেশি। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা । তৃতীয় স্থানে থাকা দক্ষিণ ২৪ পরগনা । হুগলিতেও  বাড়ছে সংক্রমণ।  একমাত্র কালিম্পংয়ে নতুন করোনা আক্রান্তের হদিশ মেলেনি।

 



তবে শুধু রাজ্য নয়, গোটা দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুস্টার ডোজে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এতদিন করোনা ভ্যাকসিনের  দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যের ব্যবধান কমানো হল। এতদিন দ্বিতীয় ডোজের ৯ মাস পর বুস্টার ডোজ  নেওয়া যেত। এবার সেই ব্যবধান কমিয়ে করা হল ৬ মাস। রাজ্যের কোন হাসপাতালে কত শয্য়া করোনার জন্য বরাদ্দ অথবা কোথায় কত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী দরকার কিংবা অক্সিজেন ও ওষুধ মজুত আছে কিনা, তা জেলাগুলির কাছ থেকে জেনে নিল স্বাস্থ্যভবন।  কিন্তু কোভিড সংক্রমণ যদি আরও বাড়তে থাকে ৭২ ঘণ্টার মধ্যে ফের করোনার বিরুদ্ধে যুদ্ধ নামতে পারবে রাজ্যের সব হাসপাতাল। বুধবার সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ এবং জেলা স্বাস্থ্যকর্তাদের সঙ্গে ভিডিও বৈঠক করে এমন বার্তাই দিয়েছেন স্বাস্থ্য কর্তারা। স্বাস্থ্যদপ্তরের বক্তব্য, সংক্রমণ বাড়ছে সন্দেহ নেই। Positive Rate for the Day : 15.93 % কিন্তু হাসপাতালে ভরতি হচ্ছে না। বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়ে যাচ্ছেন অনেকে। 

 



এদিন রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া দাঁড়াল ২০ লক্ষ ৩ হাজার ৫৯০ জন। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। এখনও পর্যন্ত বাংলায় মারণ ভাইরাসে মৃত্যু ২১ হাজার ২২৮ জন। রাজ্য হেলথ বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৫৯ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ হাজার ৮৪৫ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩৪ শতাংশ।  বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া বেড়ে দাঁড়ল ১২,৫১৭ জন। কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। Sample tested for the Day : 12,385 . রাজ্যের মানুষজন  কোভিড বিধি মেনে না চললে অচিরেই অবস্থা হাতের বাইরে চলে যেতে পারে ।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Do not share any Link