সংগীত শিল্পী কে কের মৃত্যু
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণ কুমার কিন্নথ, ওরফে কে কের মৃত্যুর পর দুই দিন পার হয়েছে। এখনো প্রিয় গায়কের অকালমৃত্যুর শোক ভুলতে পারেননি অনেক ভক্তই। গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের ভারাসোভা মহাশ্মশানে তাঁর শেষকৃত্যে হাজির ছিলেন তাঁর পরিবারের সদস্য, সহকর্মী থেকে সাধারণ ভক্তরা। এদিকে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল গায়কের হৃদ্যন্ত্রে সমস্যার কথা। তাঁর স্ত্রী জ্যোতি লক্ষ্মী কৃষ্ণাকেও কলকাতায় গাইতে আসার আগে অসুস্থতার কথা বলেছিলেন কে কে। জানিয়েছিলেন হাতে ব্যথার কথা ও হৃদ্যন্ত্রের সমস্যার কথা ।
0 মন্তব্যসমূহ
Do not share any Link