পর্তুগালে সকল শিশুদের অধিকার সমান । এদেশে প্রাথমিক ও মাধ্যমিক পড়া বাধ্যতামূলক । পর্তুগালে আগত অভিবাসী অথবা শরণার্থীদের সন্তান পর্তুগিজ শিশুদের মতই একই অধিকার, সুবিধা ভোগ করবেন। অর্থাৎ পর্তুগিজ শিশুদের জন্য যে শিক্ষা পর্তুগালে বসবাসরত বিদেশি নাগরিকদের সন্তানের জন্য একই শিক্ষা।পর্তুগালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা শুরু হয় সাধারণত ৬ বছর বয়স থেকে। অর্থাৎ আপনার সন্তান ছয় বছর বয়সে প্রথম শ্রেণীতে পড়বে। তবে বাবা-মা কর্ম ক্ষেত্রে ব্যস্ত থাকলে ছয় মাস বয়স থেকে আপনার সন্তানকে ডে-কেয়ার দিতে পারবেন।
0 মন্তব্যসমূহ
Do not share any Link