দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে বৈঠক মমতা
বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবি, এই মুহূর্তে
বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে প্রায় ৯৭ হাজার কোটি টাকা পাওনা নিয়ে কথা বলবেন
এটাই আশা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের নামকরণ
নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে সংঘাত চলছে তা নিয়েও আলোচনা
হতে পারে। তার জেরে
কার্যত থমকে আছে বাংলার আবাস যোজনা ও সড়ক যোজনার বিভিন্ন কাজ। এই সমস্ত বিষয় নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে
মুখ্যমন্ত্রীর আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু রাজনৈতিক মহল মনে করছে পার্থ
চ্যাটার্জির আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতির হাত থেকে কি করে ED থেকে বাঁচা যায়
তার একটা বুলু প্রিন্ট করতে সৌজন্য সাক্ষাতকার । এরপর সন্ধে সাড়ে ৬টায় রাষ্ট্রপতি দ্রৌপদী
মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার দিল্লীতে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে বৈঠক করেন মমতা। মোদির বাসভবনেই প্রায় ৪৫ মিনিট ধরে মোদি ও মমতার মধ্যে কথা হয়।কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থ না মেটানোর অভিযোগ বহুদিন ধরেই তুলছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।
পার্থ চ্যাটারজির দুর্নীতি কাণ্ড নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতার 'সৎ রাজনীতির' আড়ালে পার্থকাণ্ডের এত বড় আঘাত খেয়ে বিপাকে পড়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে মোদি ও মমতার বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখেছে রাজনৈতিক মহল।
0 মন্তব্যসমূহ
Do not share any Link