ভারতের নতুন
উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন গভর্নর জগদীপ ধনখড়। বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে বিশাল
ব্যবধানে পরাজিত করে উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তিনি। এই অভূতপর্ব জয়ের
জন্য শ্রী জগদীপ ধনখড়কে অভিনন্দন জানিয়েছেন বহুজন সমাজ পার্টির প্রধান বহিন মায়াবতী
জি , দেশের স্বার্থে ও জনসাধারনের স্বার্থে এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন টুইট করে।
বহিন জি আশা করেন যে সাংবিধানিক দায়িত্ব নিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে কাজ করবে।
শনিবারের
নির্বাচনে ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনখড় পেয়েছেন ৫২৮ ভোট,৭৪.৩৭ শতাংশ । বিপরীতে মার্গারেট আলভা সমর্থন
পেয়েছেন মাত্র ১৮২ ভোট, ২৫.৬৩ শতাংশ ।
লোকসভায় তৃনমূল কংগ্রেসের লোকসভায় ২৩ জন এমপি ও রাজ্যসভায় ১৩ জন মিলিয়ে ৩৬ টি ভোট আছে। তৃনমূল কংগ্রেস এই নির্বাচনে ভোটদানে বিরত থাকার কথা ঘোষণা করা সত্ত্বেও তাদের দুই এমপি ভোট দিয়েছে ।
শনিবার সকাল ১০টায় শুরু হয় ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন। এদিন বুথ খোলার পরেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হওয়া এই উপরাষ্ট্রপতি নির্বাচনে ৫৫ জন ভোটদানে বিরত ছিলেন। ১৫ টি ভোট বাতিল হয়। তবে এই লড়াইয়ে শেষ পর্যন্ত বিরত থাকার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস।
ফল ঘোষণার পর মার্গারেট আলভা নতুন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে অভিনন্দন জানান। তাকে ভোট দেওয়ায় বিরোধী দলগুলোর নেতাদের ও ধন্যবাদ দেন। উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় জগদীপ ধনখড়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আগামী ১১ই আগস্ট উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন বিজয়ী প্রার্থী শ্রীজগদীপ ধনখড়।
0 মন্তব্যসমূহ
Do not share any Link