দেবতার দর্শনে
১০ জন বলি ঃ
সোমবার কোচবিহারে
১০ জন মারা যায় তড়িতাঘাতে ও ১৬ জন আহত হয় ।একটি পিক আপ ভ্যানে মোট ৩৭ জন প্যাসেঞ্জার
ছিল যারা সকলেই জলপাইগুড়ির প্রতিবেশী ।
প্রচণ্ড বৃষ্টিপাতে
পিক আপ ভ্যানে করে ডি জে বাজিয়ে হই হুলর করে ঐতিহাসিক জলপেস মন্দিরের দিকে যাচ্ছিল
শিবের মাথায় ঢেলে পুজো দিতে,এমন সময় বৃষ্টিতে শর্টসার্কিট হয়ে সকলেই বিদ্যুৎস্পৃষ্ট
হয়। তাদের মধ্যে ১০ জন হসপিটালে মারা যায় ও ১৬ জন ক্রিটিক্যাল অবস্থায় জলপাইগুড়ির
সুপার স্পেশালিটি হাসপাতালে আছে।
আহতরা সকলেই হাসপাতালে ভর্তি পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং জানতে পারে অধিকাংশই
কুচবিহার জেলার শিতলকুচি এলাকার বাসিন্দা।
পুলিশ বলছে,
গাড়িতে রাখা জেনারেটর থেকে শর্টসার্কিট হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।মাথাভাঙ্গার
অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেছেন,
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,
গাড়িতে রাখা জেনারেটর দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। শর্টসার্কিটের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ১০ পুণ্যার্থী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ওই
পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়।
0 মন্তব্যসমূহ
Do not share any Link