যুক্তরাষ্ট্রের
পোর্টল্যান্ডের উপকূলে একটি বিরল প্রজাতির চিংড়ি ধরা পড়েছে যার রং নীল। চিংড়ি সাধারণত বাদামি কিংবা লাল রঙের হয়ে থাকে । এই বিরল প্রজাতির চিংড়িটি ধরেছেন লার্স জোয়ান লারসন ।
নীল রঙের এই
চিংড়ি নিয়ে আগে অনেক গবেষণা হয়েছে। চিংড়ির রক্তের নাম
হিমোলিম্ফ । নীল রঙের চিংড়ির রক্তে হিমোসায়ানিন
নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে । এই হিমোসায়ানিন কপার বেস প্রোটিন , যার জন্য এই
চিংড়ি নীল রঙের দেখতে হয় । বাদামি বা লাল না
হয়ে এই চিংড়ির রং কেন নীল হল তা বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, জিনগত কারণে এই চিংড়ির রঙ নীল হয়ে থাকে। এদের শরীরে অন্য চিংড়ির তুলনায় একটি বিশেষ প্রোটিন
বেশি থাকে। যার ফলে এদের রং নীল হয়।
এই নীল রঙের চিংড়ি
নিয়ে গবেষণা হয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের
গবেষকেরা জানিয়েছিলেন, নীল রঙের চিংড়ি সত্যিই এক বিরল প্রজাতি। কারণ, প্রতি ৩০ লাখ চিংড়ির মধ্যে এমন একটি নীল চিংড়ি পাওয়ার
সম্ভাবনা থাকে।
এই নীল চিংড়ি প্রসঙ্গে
যুক্তরাজ্যের স্থানীয় ইতিহাস নিয়ে কাজ করা সোসাইটি জারসিয়াসির মেরিন বায়োলজি
সেকশনের প্রধান গ্যারেথ জেফরিস বলেন, এই নীল রঙের চিংড়ি সম্পর্কে দুর্লভ ও মৌলিক কিছু তথ্য পাওয়া যায়। যেসব নীল চিংড়ি ধরা পড়ছে, সেগুলোর জিনগত বৈশিষ্ট্য অস্বাভাবিক। এর আগেও যুক্তরাজ্যের
উপকুলে এই ধরনের বিরল প্রজাতির নীল চিংড়ি পাওয়া গেছে ।
0 মন্তব্যসমূহ
Do not share any Link