Header Ads

বিরল গোলাপি হীরা


 

একটি বিরল গোলাপি হীরা পাওয়া গেছে আফ্রিকার অ্যাঙ্গোলা লুলো খনিতেএই হীরের ওজন প্রায় ৩৪ গ্রাম।গত ৩০০ বছরের মধ্যে পাওয়া সবচেয়ে বড় গোলাপি হীরা বলে মনে করা হচ্ছে। 

এই হীরেটির নাম দেওয়া হয়েছে ‘লুলো রোজ’। অ্যাঙ্গোলার যে খনি থেকে এটি পাওয়া গেছে তার থেকেই এই হীরের নাম রাখা হয়েছে। ১৮৫ ক্যারেটের দরিয়া-ই-নূরের পর থেকে পাওয়া বৃহত্তম গোলাপি হীরা বলে মনে করা হয়। দরিয়া-ই-নূর আরো একটি বড় পাথর থেকে কাটা হয়েছিল বলে বিশেষজ্ঞদের ধারণা। এটি রয়েছে ইরানের  রাজপরিবারের মুকুটের মধ্যে।‘লুলো রোজ’ একটি টাইপ টু হীরা। এর অর্থ, এতে খুব কম ত্রুটি থাকে 




অ্যাঙ্গোলার লুলো খনি থেকে পাওয়া পঞ্চম বৃহত্তম হীরা।  খনিটি অস্ট্রেলিয়ার লুকাপা ডায়মন্ড কোম্পানি এবং অ্যাঙ্গোলা সরকারের যৌথ উদ্যোগে চালায় । ধরনের বিরল গোলাপি হীরা অতীতে কয়েক কোটি ডলারে বিক্রি হয়েছে। ‘পিংক স্টার’ নামে পরিচিত একটি হীরা ব্যবসায়ী ২০১৭ সালে হংকংয়ের একটি নিলামে সাত কোটি ১২ লাখ ডলারে বিক্রি করেছিল। 





গহনা বিশেষজ্ঞ জোয়ানা হার্ডি বলেছেন, কেটে ও পালিশ করে সঠিক আকার না দেওয়া পর্যন্ত লুলো রোজের দাম কতটা পাওয়া যাবে তা অনুমান করা অসম্ভব। গোলাপি হীরা অত্যন্ত বিরল। কিন্তু একই সঙ্গে এগুলো হয় খুব শক্ত। এই শক্ত হীরাগুলো কেটে আকার দেওয়া খুবই কঠিন কাজ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ