Header Ads

মহিলা কোপা আমেরিকার সেমিফাইনাল খেলবে ব্রাজিল এবং আর্জেন্টিনা

মহিলা কোপা আমেরিকার সেমিফাইনাল খেলবে ব্রাজিল এবং আর্জেন্টিনা।শুক্রবার ভারতের  ভোরে কোয়ার্টার ফাইনালে পেরুকে ৬-০ ব্যবধানে হারিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে উঠে আসলো ব্রাজিল  । একটি করে গোল করেছেন দুদা, সাম্পাইও, গেয়েসে, সান্তোস, পালেরমো, আদ্রিয়ানা। পেরুকে নাস্তানাবুদ করে অসাধারন খেলে ৬-০ গোলের ব্যবধানে ব্রাজিল সেমিফাইনাল খেলতে ।

 


মহিলা কোপা আমেরিকার চলতি আসরে দারুণ ফর্মে রয়েছে ব্রাজিল। গ্রুপ ‘বি’-তে টানা তিন ম্যাচ জিতে ইতোমধ্যে সেমি-ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। তারা প্রথম ম্যাচে ৪-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনাকে। দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে হারায় ৩-০ গোলে। তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে বিধ্বস্ত করে ৪-০ গোলের বড় ব্যবধানে।কোয়ার্টার ফাইনালে পেরুকে ৬-০ ব্যবধানে হারিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে উঠে আসলো ব্রাজিল  ।

অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ফ্লোরেন্সিয়ার পা থেকে এসেছে গোলটি। ফলে বি গ্রুপের রানার্স  হিসেবে সেমি নিশ্চিত করেছে আর্জেন্টিনা আগামী ২৫ জুলাই কলম্বিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা অপর দিকে ২৬ জুলাই  সেমিফাইনালে খেলবে ব্রাজিলের সঙ্গে প্যারাগুয়ে। ৩০ জুলাই ফাইনালে দেখা হবে দুই সেরা দলের ।













 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ