এক্সিস ব্যাংকের মিউচুয়াল ফান্ডের প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার বীরেশ জোশীর কাছ থেকে উদ্ধার ৫৭ কোটি টাকা। আয়কর বিভাগের দাবি, শেয়ার বাজারে ব্যাঙ্কের বিনিয়োগ সংক্রান্ত সকল গোপন তথ্য টাকার বিনিময়ে স্টক ব্রোকারদের কাছে পাচার করতেন বীরেশ জোশী।
প্রতীকী ছবি ঃ
এক্সিস ব্যাঙ্কের প্রাক্তন মিউচুয়াল ফান্ডের ম্যানেজারের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ৫৭ কোটি টাকা উদ্ধার করল আয়কর বিভাগ । অনেক দিন ধরে বেআইনি ভাবে এই টাকা সংগ্রহ করার অভিযোগ আসে বীরেশ জোশী নামে ওই ব্যঙ্ক কর্তার বিরুদ্ধে।
আয়কর বিভাগ জোশীর একাধিক
অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ব্যাঙ্কগুলিকে জানিয়েছে । আগস্টের প্রথমেই জোশীর বাড়িতে অভিযান চালিয়েছিল আয়কর বিভাগের আধিকারিকরা। তাঁদের দাবি, জোশী শেয়ার বাজারে ব্যাঙ্কের বিনিয়োগ সংক্রান্ত সমস্ত গোপন তথ্য টাকার বিনিময়ে স্টক ব্রোকারদের কাছে
পাচার করতেন।
আয়কর বিভাগ আরও জানায় যে, জোশীর পাচার করা তথ্যের ভিত্তিতে ব্রোকাররাও তাঁদের
গ্রাহকদের বলে দিতেন কোন শেয়ার কিনবেন, কোনটা কিনবেন না, কোনটা বিক্রি করবেন। আর ব্রোকাররা তাঁদের
গ্রাহকদের কাছ থেকে এজেন্টদের মাধ্যমে টাকা সংগ্রহ করতেন। সেই টাকার ভাগ বিভিন্ন
ভুয়ো সংস্থার কাছে চলে যেত। শুধু তাইই নয়, বেআইনি উপায়ে সংগৃহীত টাকা সরানোর জন্য জোশী
তাঁর এক আত্মীয়ের নামে ভুয়ো সংস্থা খুলে তার মাধ্যমে টাকা লেনদেন ও করতেন। আর এই সংস্থার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫৭ কোটি টাকা জমা
করেছিল, যা আয়কর বিভাগ হানা দিয়ে বাজেয়াপ্ত করেছে।
0 মন্তব্যসমূহ
Do not share any Link