উপনির্বাচনে
দলিত-মুসলিম ভাইচারা আন্দোলনের ফলে বহিন মায়াবতী জির বিশাল জয় ।
ও স পা সব দলই
ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ।
রাষ্ট্রপতি পদে দ্রৌপদি মুর্মুকে সমর্থন করায় বহিন জি জানান দেয় যে বহুজন এর রাজক্ষমতা দখলের খুব বেশি দেরি নেই এবং এর মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন আদিবাসি দরদী ।
বহুজন সমাজ পার্টির সাহু আলম গুড্ডু জামালি মাত্র ৮০০০ হাজার ভোটে হেরে যায় বিজেপির কাছে। আর মাত্র ৫ শতাংশ ভোট পেলে বিজেপি,কংগ্রেস ও স পা একদম মুছে যেত । বহিন মায়াবতি জি প্রধান কার্যালয় সমস্ত পদাধিকারিদের বৈঠকে ৯০ দিনের মধ্যে এক কোটি সক্রিয় সদস্য করার নির্দেশ দিলেন তা ছাড়া যে সমস্ত পদাধিকাররা কোন কাজ করবে না তাদেরপার্টি থেকে বহিষ্কার করা হবে ।পুরো উত্তরপ্রদেশকে ছয়টি জোনে ভাগ করেন । ১ নম্বর জোন মিরাট , । ২ নম্বর জোন আগ্রা।৩ নম্বর জোন কানপুর । ৪ নম্বর জোন গোরক্ষপুর । ৫ নম্বর জোন অযোধ্যা । ৬ নম্বর জোন লক্ষ্ণো ।
0 মন্তব্যসমূহ
Do not share any Link