ভারত ইংল্যান্ডের
বিরুদ্ধে তিনটি ম্যাচের টি-২০
সিরিজের শুরুতেই দুর্দান্ত জয় পেল । ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে তারা। শনিবার
এজবাস্টনে দ্বিতীয় টি-২০ খেলবে ভারত-ইংল্যান্ড। ভারত এই ম্যাচ জিততে
পারলেই সিরিজ নিজের হাতে চলে আসবে ।
এজবাস্টনে বিরাট
কোহলি, ঋষভ পন্থ,
রবীন্দ্র জাদেজা ও
জশপ্রীত মতো ভারতের স্টার ক্রিকেটাররা ফিরছেন। এজবাস্টন টেস্টের পর বিশ্রাম নিয়ে
ফের মাঠে ফের মাঠে ফিরবেন তারা । এই ম্যাচে যদি
বিরাট খেলেন, তাহলে ক্যাপ্টেন
রোহিতের সঙ্গেই তার একটি রেকর্ড হওয়ার সম্ভবনা
আছে ।
রোহিত-বিরাটের
প্রয়োজন আর মাত্র ২টি করে বাউন্ডারি। তাহলেই ভারতের দুই ব্যাটিং মহান ক্রিকেটের টি – ২০ সিরিজে দেশের হয়ে ৩০০ টি চার মারার অনন্য নজির গড়বেন। এই রেকর্ড রয়েছে একমাত্র
আয়ারল্যান্ডের পল স্টারলিংয়ের। বিরাট-রোহিত দুটি করে চার মারতে পারলেই স্টারলিংয়ের
রেকর্ড
ভাঙ্গবেন বলে আশা করা যায় ।
অন্য দিকে , দ্বিতীয়
টি-২০ ম্যাচটি জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনতে মরিয়া এবং নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে ইংল্যান্ড । আজ
এজবাস্টনে দ্বিতীয় ম্যাচে নজর থাকবে সাবেক অধিনায়ক বিরাট কোহলি, ইংল্যান্ডের টি-২০ অধিনায়ক জস বাটলার, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, লিয়াম লিভিংস্টোনের দিকে।
0 মন্তব্যসমূহ
Do not share any Link