Header Ads

কুয়েতে গরুর গোবর রপ্তানি করছে ভারত



জৈব সার উৎপাদনের লক্ষ্যে ভারত থেকে ১৯২ মেট্রিক টন গরুর গোবর নিচ্ছে কুয়েত। ভারতের জয়পুরের একটি ফার্ম থেকে এই গোবর রপ্তানি করছে ।
 প্রথমবারের মতো ২ দেশের মধ্যে এই ধরনের চুক্তি হয়। ভারতের জাতীয় জৈব কৃষক উৎপাদক সংস্থার সভাপতি অতুল গুপ্ত বলেন, জয়পুরের সানরাইজ এগ্রিল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ প্রাইভেট লিমিটেড কুয়েত থেকে একটি অর্ডার পেয়েছে।

বুধবার কনাকাপুরা রেলওয়ে স্টেশন থেকে গোবরের প্রথম চালান কুয়েতের উদ্দেশে রওনা হয়। ভারতের শুল্ক দফতরের তত্ত্বাবধানে গোবর প্যাকেটজাত করার কাজ চলছে বলেও জানা যায় ।

গোবর ব্যবহার করে জৈব চাষ করা নিয়ে দীর্ঘদিন থেকেই গবেষণা করছিল কুয়েতে। দেশটিতে কৃষিকাজের ক্ষেত্রে প্রধান পরিপন্থি শুষ্ক জলবায়ু  ও পর্যাপ্ত জলের অভাব। আর সেই কারণেই গোবর ব্যবহার করে জৈব চাষে আগ্রহী  হয় কুয়েত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ