বিজেপিকে সমর্থন
করায় , তৃনমূল কংগ্রেস কর্মি দ্বারা ধর্ষিত
বিজেপিকে
সমর্থন করেন। সেজন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা ধর্ষণ করেছেন। এমনই অভিযোগ তুলে
সুপ্রিম কোর্টে গেলেন ৬০ বছরের এক
নারী এবং ১৭ বছরের
কিশোরী।
একইরকম
অভিযোগ তুলেছেন ১৭ বছরের এক
কিশোরী। তার দাবি, বিজেপিকে
সমর্থনের ‘শিক্ষা’ দিতে ঘণ্টাখানেক ধরে
তাকে ধর্ষণ করেছে চারজন তৃণমূলকর্মী। গত ৯ মে
বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার সময় সেই ঘটনা
ঘটেছে। গণধর্ষণের পর তাকে জঙ্গলে
ফেলে রাখা হয়েছিল। পরদিন
এক তৃণমূলনেতা তাদের বাড়িতে আসেন এবং পুলিশে
অভিযোগ দায়ের না করার জন্য
হুমকি দেন। বাড়িতে আগুন
লাগিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে দাবি
করেছেন কিশোরী। পশ্চিমবঙ্গের বাইরে মামলার স্থানান্তর চেয়ে কিশোরীর আবেদনে
দাবি করা হয়েছে , পাশে
না দাঁড়িয়ে পুলিশ তাদের পরিবারের ওপর চাপ তৈরি
করছে। পরিবারের অন্য মেয়েদেরও একই
অবস্থা হবে বলে চাপ
তৈরি করা হচ্ছে। সূত্র:
হিন্দুস্তান টাইমস
0 মন্তব্যসমূহ
Do not share any Link