জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার
অভিযোগ ঘিরে শোরগোল গোটা দেশে। ব্রিজভূষণের পদত্যাগের দাবি ও তাঁর বিরুদ্ধে
তদন্তের জন্য লাগাতার আন্দোলন চালাচ্ছে ওলিম্পিকসে পদকজয়ী কুস্তিগির সাক্ষী
মালিক , বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটরা।
বের করেন কুস্তিগিররা। সেই ঘটনাকে কেন্দ্র করে দিল্লি পুলিসের হাতে চরম হেনস্তা
হত হয় কুস্তিগিরদের। আটক করা হয় তাঁদের। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে
ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এর মাঝেই ভারতের চাপ বাড়িয়ে হুঁশিয়ারি দিল বিশ্ব কুস্তি
নিয়ামক সংস্থা। গতকাল অর্থাৎ মঙ্গলবার টুইটে ওই সংস্থা জানিয়েছে, গত রবিবার
যন্তর মন্তরে যেভাবে কুস্তিগিরদের হেনস্তা ও আটক করা হয়েছে তা অত্যন্ত
নিন্দনীয়। আগামী ৪৫ দিনের মধ্যে জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচিত নতুন
পদাধিকারীদের নাম জানাতে হবে। নইলে বরখাস্ত করা হবে জাতীয় কুস্তি
ফেডারেশনকে। ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ
তদন্তেরও আর্জি জানিয়েছে বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থা।
অপরদিকে কুস্তীগিরদের আন্দোলনে পাশে এসে দাঁড়িয়েছে বহুজন সমাজ পার্টী।
বহুজন সমাজ পার্টীর সুপ্রীমো বহিন মায়াবতী জী এক টুইটে লেখেন যে “ বিশ্ব কুস্তি
তে ভারত এর নাম উজ্জ্বল করে গৌরবপূর্ন স্থান পাওয়া ভারতীয় মেয়ে রা কুস্তি
ফেডারেশন অফ ইন্ডিয়া র প্রমুখ এর উপর শোষনের গম্ভীর অভিযোগ এর বিরুদ্ধে
তদন্তের দাবি নিয়ে আন্দোলন করতে বাধ্য হচ্ছেন। এই কন্যাদের ন্যায় দিতে কেন্দ্র
সরকারকে অবশ্যই এগিয়ে আসা উচিত “।
গতকাল, মঙ্গলবার হরিদ্বারের গঙ্গায়
নিজেদের মেডেল বিসর্জন দিতে যান সাক্ষী মালিকেরা।
0 মন্তব্যসমূহ
Do not share any Link