Header Ads

বাংলায় নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ


বাংলায় নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ

 ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার জন্য শুক্রবার থেকে কিছু প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ করেছে  রাজ্য সরকার । যা পরিবেশকে দূষিত  করে ও স্বাস্থ্যের ক্ষতি করে । ৭৫ মাইক্রনের নিচে কোন পলিথিনের ব্যাগ ।শুক্রবারের ঘোষণা অনুযায়ী, এই পণ্যগুলো মজুদ, বিতরণ অথবা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।নিষিদ্ধ ঘোষিত পণ্যের মধ্যে আছে প্লাস্টিকের কাপ, স্ট্র ও আইস ক্রিমের লাঠি, প্লাস্টিকের ব্যাগ , 

 সরকার জানিয়েছে, সেসব পণ্যই নিষিদ্ধ করা হয়েছে, যেগুলোর বিকল্প হিসাবে খুব সহজেই পাওয়া যায়, যেমন বাঁশের চামচ ও কাঠের তৈরি আইসক্রিমের লাঠি, কাগজের ব্যাগ , চটের ব্যাগ ইত্যাদি ।

আরও  প্লাস্টিকের পণ্য এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে, যেমন প্লাস্টিকের ব্যাগ ৭৫ মাইক্রনের উপরে , জলের বোতল ও সফট ড্রিংকসের বোতল এবং চিপস এর প্যাকেট। তবে  সরকার এসব পণ্যের উৎপাদন যাতে  রিসাইক্লিন করা তার চিন্তাভাবনা করছে ।



এই  সব  প্লাস্টিকের ব্যবহারের ফলে বিভিন্ন ভাবে দুষন ছড়াচ্ছে ও মাটির জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে । ফলে বন্যার মত  ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয় । এছাড়া গৃহপালিত পশু এই প্লাস্টিক খেয়ে মৃত্যুর কোলে  ডোলে পড়ে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ