তেল বিহীন সৌর শক্তি চালিত গাড়ী
সৌর শক্তিকে কাজে লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক অংক শিক্ষক বিলাল আহমেদ। জম্মু ও কাশ্মীরের তাংমার্গের বাসিন্দা বিলাল আহমেদ ১৩ বছরেরও বেশি সময় ধরে এই গাড়ি তৈরির কাজ করছেন । অবশেষে তিনি গাড়ি তৈরি করে সাফল্য অর্জন করেন ।
তিনি বলেন,
আমি প্রতিবন্ধীদের জন্য
একটি গাড়ি তৈরি করতে চেয়েছিলাম কিন্তু আর্থিক সীমাবদ্ধতা এই কাজকে কঠিন করে
তুলেছিল। এর পরই সৌর গাড়ির ধারণা মাথায় আসে । জ্বালানি খরচ নেই
বললেই চলে । আমি সংবাদপত্রে পড়েছি যে পেট্রোলের দাম ১০ বছরে আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ১৯৫০ সাল থেকে তৈরি করা বিভিন্ন বিলাসবহুল গাড়ি পর্যবেক্ষণ করছিলেন
তিনি।
শুধুমাত্র
অভিজাতরাই বিলাসবহুল গাড়ি চড়তে পারে এমন ধারণা ভেঙে দিয়ে তিনি একটি সৌরও শক্তি যুক্ত
গাড়ি তৈরি করেছেন
, যা শুধু
বিলাসবহুল গাড়ির অনুভূতিই দেয় না, সাধারণ মানুষের
জন্যও সাশ্রয়ী বটে। তিনি বলেন, মানুষকে
বিলাসবহুল গাড়ির অনুভূতি দেওয়ার জন্য আমি বেশ চিন্তাভাবনা করে গাড়ি তৈরির কাজ শুরু করেছি। বিভিন্ন ভিডিও দেখে কাজ
সংশোধন করেছি এবং এতে বিভিন্ন ফিচার যোগ করেছি।
তিনি আরও বলেন,
কাশ্মিরে বেশিরভাগ সময়
আবহাওয়া খারাব থাকে। আমি সোলার
প্যানেল ব্যবহার করেছি যা কম সূর্যালোকের দিনেও কাজ করে। আমি সোলার প্যানেলের
কার্যকারিতা পরীক্ষা করার জন্য অনেক সোলার কোম্পানিতে গিয়েছি এবং এই সৌর শক্তিকে গাড়িতে কাজে লাগিয়েছি ।
অনেক সময় গাড়ির
দরজায় পার্কিং করলে হালকা সূর্যের আলো পাওয়া যেত, এই সমস্যা সমাধাণের জন্য তিনি একটি
গুল-উইং দরজা তৈরি করেন যা ফেরারির মতো
উপরের দিকে খোলে।
গুল-উইং দরজা
তৈরি করা এবং ভারসাম্য বজায় রাখা তার জন্য চ্যালেঞ্জের পাশাপাশি একটি কঠিন কাজ
ছিল বলেও জানিয়েছেন বিলাল আহমেদ। দেশবাসী এই সৌর গাড়ীর দিকে তাকিয়ে আছে ।
0 মন্তব্যসমূহ
Do not share any Link